খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেছেন, পেপ গার্দিওলার আগমনের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা আরো বেড়ে যাবে, ফলে টুর্নামেন্টের আরো উন্নতি ঘটবে। চলতি মৌসুমের শেষে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ছেড়ে দেবেন বলে ঘোষণা দেয়া গার্দিওলার আগামী মৌসুমে ইংল্যান্ডে আগমনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। আর তার যোগদানের তালিকায় এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি।
ওই ক্লাবের সঙ্গেই সাবেক বার্সেলোনা কোচের চুক্তি হতে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে। তবে গার্দিওলাকে দলে ভেড়ানোর তৎপরতায় যোগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরো দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। চলতি মাসের শুরুতে চেলসি হোসে মরিনহোকে বরখাস্ত করার পর স্থায়ী কোনও কোচ নিয়োগ না দেয়ায় সেখানেও গার্দিওলার যোগ দেয়ার পথ উন্মুক্ত রয়েছে। বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘বাজারে প্রচারিত গুজব যদি সত্যি হয়, যদি ‘বিশ্ব সেরা’ এই কোচ ইংল্যান্ডে পাড়ি জমান, তাহলে লিগের অন্য ক্লাবগুলোর জন্যও প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে যাবে।’