খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলমানদের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে শত্রুরা। আর এর মাধ্যমে তারা মুসলিম দেশগুলোকে ধ্বংস করতে চায়। খবর- রেডিও তেহরান।
সর্বোচ্চ নেতা বলেন, দুঃখজনক হলেও সত্য যে, শত্রুরা কিছুক্ষেত্রে তাদের উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ (স)’র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “শত্রুরা একের পর এক মুসলিম দেশ ধ্বংস করে চলেছে। তারা সিরিয়া, ইয়েমেন ও লিবিয়া ধ্বংস করছে। তারা বাহরাইনে মুসলমানদেরকে চাপের মধ্যে রেখেছে।”
তেহরানে অনুষ্ঠিত ইসলামি ঐক্য সম্মেলেন যোগ দেয়া বিভিন্ন দেশের প্রতিনিধি সর্বোচ্চ নেতার সঙ্গে আজ সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎ অনুষ্ঠানে মুসলিম দেশগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও ইরানের বহু কর্মকর্তা উপস্থিতি ছিলেন। মুসলমানদের এই দুর্দিনে মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, “নাইজেরিয়ায় কেন শান্তিকামী ও বিশ্বাসী আলেম আয়াতুল্লাহ ইব্রাহিম আজ-জাকজাকির ওপর এমন নির্যাতন চালানো হলো? কেন মুসলিম বিশ্ব এ বিষয় নীরব