Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: পৌর ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় বিএনপি অভিযোগ করেছে, নির্বাচনের ফল পক্ষে নিতে ‘সরকারি কারসাজির’ যে আশঙ্কা তারা প্রকাশ করে আসছিল, ভোটের মাঠে দিনের শুরুতেই তা ‘সত্যি’ হতে শুরু করেছে।
বুধবার সকাল ৮টায় দেশের ২৩৪ পৌরসভায় ভোট শুরুর পর সাড়ে ৮টার দিকে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত ‘তথ্য কেন্দ্রে’ সংবাদ সম্মেলনে আসেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “সারাদেশে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে আশঙ্কা করছিলাম তার কিছু বৈশিষ্ট সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ফুটে উঠেছে। আমাদের কাছে খবর আসছে, বিভিণœ কেন্দ্রে বিরোধী দলের এজেন্টেদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কেন্দ্র দথল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে।”
লক্ষীপুরের রায়পুরা পৌরসভার কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে সেসব কেন্দ্র বাতিলের দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুরের রায়পুরা, নাটোর, বরগুনার বেতাগী, ঝালকাঠির নলছিটি, মৌলভীবাজারের কমলগঞ্জ, নোয়াখালীর বসুরহাট, কুমিল্লার বরুড়া ও লাকসাম, মাদারীপুরের কালকিনি, জামালপুরের সরিষাবাড়ি, বরিশারের মুলাদী, ফেনীর দাগনভুঁঞা, বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড,যশোরের মনিরামপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহের হরিনাকুণ্ড, নরসিংদীর মনোহরদি পৌরসভায় বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে; নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে।
“ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য ভোটের আগের রাত থেকে সন্ত্রাসী তৎপরতার মাত্রা দেখেই দেশবাসীর কাছে সরকারি কারসাজির বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে দমনপীড়ন চালিয়ে জাল নির্বাচনের একটি ছক বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তারা। ক্ষমতাসীনরা এই নির্বাচনকে জালিয়াতির ওপর সাজিয়ে নিজেদের স্বৈরাচারী চেহারা উন্মোচন করছে।”
মানুষের গণতান্ত্রিক অধিকার ‘কেড়ে নিতে সহায়তা না করে’ সংবিধানের দেওয়া দায়িত্ব পালন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।
তিনি বলেন, “এখনো সময় আছে, যেসব কেন্দ্রে আওয়ামী লীগ দখল করেছে, সেই কেন্দ্রগুলোয় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।”
দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে নির্বাচন কমিশনে গিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়ে আসেন।
এর আগে মঙ্গলবার বিএনপি নেতা আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর ভোটে ঝুঁপিূর্ণ অন্তত ৩০টি কেন্দ্রের বিষয়ে অভিযোগ দিয়ে আসে ইসিতে।
সে সময় তিনি বলেছিলেন, ভোটাররা যেন নিসঙ্কোচে তাদের খুশিমতো ভোট দিতে পারেন, ফলাফল যেন সেই ভিত্তিতে হয় এবং ফলাফল শিট যাতে কোনো নির্দেশে নির্ধারিত না হয়।
“নির্বাচনে ভোটার কত শতাংশ ভোট দিল, সেই সংখ্যাটি যেন বজায় থাকে। সেটি যেন বাড়ানো-কমানোর কোনো প্রচেষ্টা না করা হয়।