Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র প্রাথী মো. কামরুল আহসান মহারাজ বরগুনা প্রেসক্লাবে এ ঘোষণা দেন।
সকালে ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে বরগুনা পৌর এলাকার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।
কামরুল আহসান বলেন, “নির্বাচনে জাল ভোট দানসহ নানাভাবে কারচুপি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চুপ রয়েছেন। প্রকৃতপক্ষে তারা পক্ষপাতিত্ব করছেন।”
বরগুনা পৌরসভার নয়টি কেন্দ্র থেকে তিনি তার নির্বাচনী এজেন্টদের বের করে নিয়ে এসেছেন বলেও জানিয়েছেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।