খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জন করেছেন। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন বর্জনের ঘোষণার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হালিমুল হক মিরুর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ আনেন।
পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার অপরাধে স্বতন্ত্র প্রার্থী ভিপি আব্দুর রহিমকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।