খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: নিউজিল্যান্ডে যাওয়ার পর কোনো সুখবর পায়নি শ্রীলঙ্কা দল। একের পর এক দুঃসংবাদই তাদের সঙ্গী। এবার আরেকটি দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ তো নয়ই, টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক তিনি। দুই ম্যাচের এই সিরিজে তাই দিনেশ চান্দিমাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন।
২০১৪ সালে মালিঙ্গা এই ফরম্যাটের অধিনায়ক হওয়ার আগে চান্দিমালই দলকে নেতৃত্ব দিতেন। ওপেনিং ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকা ও পেসার সুরঙ্গা লাকমাল নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলে আছেন। তাদের টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে। ৭ জানুয়ারি শুরু হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজ। গত অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তখনই হাঁটুর ইনজুরিতে পড়েন মালিঙ্গা। সেই থেকে বাইরে তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে মিস করবেন। পরে দেখা গেলো ইনজুরি সারছে না।
তাই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার। অনভিজ্ঞ শ্রীলঙ্কা দলের জন্য এটি আরেকটি ধাক্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দুটিতেই হেরেছে। এরপর ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে আছে। ধাম্মিকা প্রসাদ ও কুশল পেরেরাকে পাচ্ছে না তারা। পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরে গেছেন প্রসাদ। আর আইসিসির ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়ে আছেন পেরেরা।