খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দানের এনডিআরএ অফিসে মঙ্গলবার সকালে ঘটনা ঘটে। খবর বিবিসির। এনডিআরএ অফিসে বহু মানুষ মঙ্গলবার সকালে তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য ভিড় করেছিলেন। এ সময় এ ঘটনা ঘটে। তবে কোন গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়। বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।