খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনার পালা। নির্বাচন কমিশন মনে করছে, রাত আটটার পর থেকে মেয়র পদের বেসরকারি ফলাফল স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করবে। সেখান থেকে তা নির্বাচন কমিশনে আসবে।
দেশের ২৩৪ পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে নির্বাচন কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক থাকলে বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যায়। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষ শুরু হয় কোনো কোনো কেন্দ্রে।
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের অদূরে মো. নুরুল আমিন (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে ভোট শুরুর কিছুক্ষন পর পৌনে ১১টার দিকে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মনিটরিং সেলের আহ্বায়ক মীর নাসিরের একান্ত সহকারী মো: আসিফ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ নুরুল আমিন সাতাকনিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি লেপ তোষকের দোকান রয়েছে। ভোট দেয়ার জন্য তিনি বাড়ি এসেছিলেন বলে জানা গেছে।
সাতকানিয়ার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্ল্যাহ এ ওয়ান নিউজকে জানান, সাতকানিয়া কলেজ কেন্দ্রে গন্ডগোল হচ্ছে। তবে কেউ নিহত হয়েছে কি না তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর কেন্দ্র থেকে বেশ কিছু দূরে নুরুল আমিন নামে একজন লোককে কে বা কারা গুলি করে হত্যা করেছে। বিয়ষটি আমরা খতিয়ে দেখছি।
বিএনপির দাবি নিহত যুবদল নেতা নুরুল আমিন মেয়র প্রার্থী হাজী রফিকের সমর্থনে কাজ করছিলেন।’
ঝিনাইদহের শৈলকুপার ললিত মোহন বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সকাল ১১টায় দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ধাওয়ায় দুইজন আহত হয়েছেন।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার আখসেন্টার কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান সেলিমের সমর্থিত অর্ধশতাধিক লোকজন কেন্দ্র দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ৫০টি পেপারে সিল মারা হয়। পরে র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম মিডিয়া কর্মীদের সামনে সিল মারা ৫০টি ব্যালট পেপার বাতিল করেন।
অবৈধভাবে সিল মারার অভিযোগে কোটচাঁদপুর পৌরসভার দুধছড়া ভোটকেন্দ্রে ৩০০টি ব্যালট পেপার বাতিল করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন।
দুধছড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজ্জাদ বলেন, ‘সকাল ৯টার দিকে এ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারছিলেন। এ অবস্থায় সেখান থেকে সিল মারা ৩০০টি ব্যালট পেপার জব্দ করে বাতিল করা হয়েছে।’
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে সকাল সোয়া ৯টার দিকে ৮নং ওয়ার্ডের ১৫৯ নং পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে জটলার এক পর্যায়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়। এতে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পোলিং অফিসার শিরিন আক্তার, হাবিবুর রহমান ও মো. শাহিনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এরপর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। পাঞ্জুপাড়া এলাকার ওই ভোট কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসার মো. মোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া ভোটকেন্দ্রের সংঘর্ষের ঘটনায় আহতরা কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতেরা হলেন, সুফিয়ান (৩০), দুলাল (২৮), আ. জলিল (৩১), খলিল (৩২) ইয়াসিন (২৯)। বিএনপি সমর্থক ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আশরাফ আলী সিকদারের কর্মী মো. হাবিব মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে বরিশালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জনিয়েছেন।
নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগে জাতীয় পার্টি (এরশাদ) মেয়র প্রার্থী আনোয়া হাওলাদার নির্বাচন বর্জনের কথা জানিয়েছেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, ‘ব্যাপক অনিয়মের মধ্যে ভোট বর্জনে বাধ্য হয়েছি।’
সকল অভিযোগ অস্বীকার করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী মনির আহম্মেদ ভূঁইয়া বলেন, ‘ভোটের মাঠে বিএনপির জনসমর্থন না থাকায় এবং নিশ্চিত পরাজয়ের হবে এমন আশঙ্কায় মিথ্যা গুজব ছড়াচ্ছে।’
হবিগঞ্জের ৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭১ টিভির স্টাফ রিপোর্টার ফারহানা রহমান, জেলা প্রতিনিধি সাকিল চৌধুরীসহ ৪ সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়, প্রাইমারী টিচার ট্রেনিং ইন্সিটিউট (পিটিআই) ও বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্রে করে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলা পরিষদ কার্যালয় ও পিটিআই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করা হয়। পরে অবশ্য সব কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু হয়েছে।
ফেনীর দাগনভূঞায় পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনের ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, অনিয়ম ও কারচুপির অভিযোগ পেয়ে ভোটগ্রহণের কিছুক্ষণ পর সাইফুর রহমান ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি অবুল ফোরকান বুলবুলের ছোট ভাই মুন্না ও রাসেলের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
নাটোর পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে।
শহরের ফুলবাগান ও তেবাড়িয়া এলাকার দুটি কেন্দ্রে বুধবার সকালে পাঁচজন এজেন্টকে মারধরের পাশাপাশি ধানের শীষের ভোটারদের হুমকি এবং ভোটদানে বাধার অভিযোগ পাওয়া গেছে।
মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন বলেন, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অবস্থিত তেবাড়িয়া সরকারি প্রাথমিক স্কুলের কেন্দ্রের ধানের শীষের পক্ষের পুলিং এজেন্ট আবু তাহের মিয়া, সিরাজুল ইসলাম, আলী হোসেন ও নাজমা বেগমকে মারধর করেছে শাসকদলীয় সন্ত্রাসীরা।
তিনি আরো বলেন, ‘শহরের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেতে দেওয়া হয়নি শতাধিক ভোটারকে। সন্ত্রাসীদের হুমকি ধমকির ফলে নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার ভোট কেন্দ্রে যেতে পারছে না।’
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আবুল মনছুরের ওপর হামলা হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুঙ্খলীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
এ সময় মেয়র প্রার্থীসহ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সৈয়দ আবুল মনছুর জানান, পুঙ্খলীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি। এ খবর শুনে কেন্দ্রে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক ভূইঞা জানান, দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।
বরগুনার সদর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের করইতলা গগণপুর মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও নৌকাপ্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী সমর্থকেরা ভোট চাইতে এলে বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ও বর্তমান মেয়র শাহদাত হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে তাদের নতুন করে সংঘর্ষ শুরু হয়।
তারা আরো জানিয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বেশ কিছু টিয়ারশেলও নিক্ষেপ করা হয় নৌকা সমর্থকদের ওপর। আহতদের মধ্যে একজনের দুই হাতই ভেঙে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, কেন্দ্রে তিনপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই এখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তুহিনের নেতৃত্বে কয়েকজন একসঙ্গে ভোটকেন্দ্রে যান। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা ব্যালট পেপার ছিঁড়ে ফেলে ও ব্যালট বাক্স ভাঙচুর করে।
২১ মেয়র প্রার্থীর ভোটবর্জন : কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রামের তিন পৌরসভায় বিএনপির তিনজন এবং বরগুনায় আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ২১ মেয়র পদপ্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রামের সন্দ্বীপের পৌরসভার বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর, রাউজানের আবদুল্লাহ আল হাসান ও রাঙ্গুনিয়ার মো. হেলাল উদ্দিন খান ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থীর লোকেরা কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দিয়ে জাল ভোট দিচ্ছে অভিযোগ তুলে জামালপুর পৌরসভায় জাতীয় পার্টির খন্দকার হাফিজুর রহমান বাদশা ও দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুন্নবী অপু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
পৌরসভায় কারচুপি ও এজেন্টদের মারধরের অভিযোগ এনে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী এবিএম জিলানি।
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও আগে থেকে ব্যালটে সিল মেরে রাখা হচ্ছে অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভোট শুরুর চার ঘণ্টার মধ্যে বিএনপির প্রার্থী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রমান বাবুল ও সোহেল ভূইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন দলের কর্মীরা প্রকাশে ভোট দিতে বাধ্যকরা, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং দলীয় সমর্থকদের মারধর করার অভিযোগ এনে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম সরকার শহীদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশিদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী হালিমুল হক মিরুর লোকজন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে এজেন্টদের বের করে দিয়ে নৌকায় ভোট দিতে বাধ্য করছে অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভিপি রহিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোলা পৌরসভায় ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী আতাউর রহমান মোমতাজি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন বর্জনের বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান তিনি।
ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুস সাত্তার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাড়িতে হামলা ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম।
প্রভাব বিস্তার করে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে এ অভিযোগে নির্বাচন বর্জন করেছেন পাবনা ঈশ্বরদী পৌরসভায় বিএনপির প্রার্থী মোকলেসুর রহমান বাবলু।
ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে জয়পুরহাটের কালাই পৌরসভায় বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান তালুকদার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রদখল, ভোট কারচুপি ও কর্মীদের উপর হামলার অভিযোগ এনে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শাহিন এবং বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আড়াইঘণ্টায় ৬০ কেন্দ্র দখল : প্রথমবারের মতো দলীয়ভাবে পৌর ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন পৌরসভার অন্তত ৬০টি কেন্দ্র দখলের অভিযোগ এনেছে বিএনপি।
বুধবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের কাছে এ অভিযোগ করেন।
সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে ওসমান সাংবাদিকদের বলেন, ভোলার ১৮টি এবং হবিগঞ্জ, মনোহরদী ও শ্রীপুরের বেশ কিছু কেন্দ্রসহ অন্তত ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা দখল করে নিয়েছে।
ইসি সন্তুষ্ট : দলীয় মার্কায় প্রথমবারের মতো আয়োজিত পৌর নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখলের চেষ্টা ও অনিয়মের অভিযোগ এলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন।
রোববার সকাল ৮টায় ২৩৪ পৌরসভায় ভোট শুরুর পর বেলা ২টা পর্যন্ত কত ভোট বাক্সে পড়েছে তার কোনো হিসাব না দিতে পারলেও নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, উপস্থিতি নিয়েও তারা সন্তুষ্ট।
জিততে চায় বিএনপি : পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয়ের আশঙ্কায় বিএনপি ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার পৌর ভোট চলার মধ্যে দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
হানিফ বলেন, ‘তারা (বিএনপি) জানে জনগণ তাদের পক্ষে রায় দেবে না, তাই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্বাচনে জয়লাভ করতে চাচ্ছে।’
২৩৪ কেন্দ্রই দখলের অভিযোগ বিএনপির : ২৩৪টি পৌরসভার মধ্যে ১৫৭টি পৌরসভার ভোটকেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ কেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে। তারা প্রশাসনের লোকজনের সামনে ব্যালট বাক্স ছিনতাই করে সিল মেরেছে।
১৭৪ কেন্দ্র দখলের অভিযোগ জাপার : বিএনপি ও আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিও (জাপা) এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। দলটির অভিযোগ, ২৫টি পৌরসভার ১৭৪টি ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে।
বুধবার দুপুরে জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া একটি লিখিত অভিযোগ ইসি’র সচিব সিরাজুল ইসলামের দফতরে জমা দেন।