Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: ইরানে শিরাজের উত্তরপূর্বে অবস্থিত কুরআন গেট এই শহরের একটি অন্যতম প্রধান সাইট। ভবনটি আদুদ আল-দাওলা দশম শতাব্দীতে তৈরি করেন। তিনি বিদ বংশের শাসক ছিলেন।
এই গেটের উপর সবসময় একটি কোরআন রাখা হত, যেন এই গেতের নিচ দিয়ে যাওয়া সকল ভ্রমণকারীরা নিরাপদ যাত্রায় যেতে পারে। সিরাজি মানুষ মন্দ যে কোন ধরণের জিনিসের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য প্রতিটি চান্দ্র মাসের শুরুতে গেটের নিচে ভ্রমণ করতেন।
১৮ শতকে করিম খান সেখানে দরজার উপরে কোরআন রেখেছিএন। পরবর্তীতে তা মিউজিয়ামে রাখা হয়। ১৯৪৯ সালে এই গেটের সর্বশেষ সংস্কার করা হয়। তখন এই ভবন এমনভাবে ডিজাইন করা হয়, যেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এরকম আকৃতি দেখা যায়। এই গেটের উপর ছোট একটি স্থান রয়েছে যেখানে কোরআন রাখা যায়। বিখ্যাত ফার্সি কবি খাজুয়ে কারমেনিকে এখানে এই গেটের পাশে সমাহিত করা হয়েছে।