Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 
Picture-2 (30) Nখোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: নরসিংদী থেকে তোফাজ্জল হোসেন।। জোরপূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ব্যাপক অনিয়ম, গুলি বর্ষন, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরন, ব্যালট পেপারে সীল মারা ও প্রতিপক্ষের এজেন্ট ও লোকদের বের করে দিয়ে নরসিংদী পৌরসভা, মাধবদী পৌরসভা ও মনোহরদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক অরাজকতার
প্রতিবাদে নরসিংদী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কাইয়ুম বেলা আড়াইটায় তার নিজ বাড়ীতে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অপর দিকে বিকেল ৩ টায় বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম সোহেল একই কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন। তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু, সুন্দর ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন দাবী করেন।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০ টা পর্যন্ত ভোটারগন অত্যন্ত শান্তিপূনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর থেকেই শুরু হয় ব্যাপক অরাজকতা। সরকার দলীয় প্রার্থীগনের সমর্থকরা নরসিংদী ও মাধবদী পৌরসভার বিভিন্ন কেন্দ্রে হামলা চালিয়ে প্রতিপক্ষের এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেরাই ব্যালট পেপারে সীল মারে।
সকাল সোয়া ১০ টায় মাধবদীর ফজলুল করিম কিন্ডারগার্টেন স্কুলে সরকার দলীয় সমর্থকরা কেন্দ্রে ব্যাপক হামলা চালায়। এসময় নরসিংদী সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও মা
ধবদী পৌরসভার রিটার্নিং অফিসার মোঃ নজরুল ইসলামও হামলাকারীদের হাতে নাজেহাল হয়। সকাল ১১ টায় মাধবদী কলেজ কেন্দ্রে প্রায় ২০/২৫টি বোমা হামলা চালিয়ে ভোটারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ কেন্দের প্রিজাইডিং অফিসার অনুজ কুমার সেন সাংবাদিকদের জানান, প্রায় ৩/৪শত লোক লাঠিসোটা ও বোমা নিয়ে কেন্দ্রে অতর্কিত হামলা চালায়। ফলে এ কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হয়ে যায়। হামলায় ভোট কেন্দ্রে দায়িত্বরত ৩ জন সহকর্মীও আহত হয়। সকাল সাড়ে ১১ টায় ১২ নং ভূইয়া কিন্ডাগার্টেন স্কুল কেন্দ্রে ব্যাপক বোমা বিস্ফোরন, হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও কেন্দ্রের সামনের রাস্তায় আগুন লাগিয়ে আতংক সৃষ্টি করে সন্ত্রাসীরা। এসময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের মাথায় ও চোখে আঘাত পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাধবদী পৌরসভার ১২টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
নরসিংদী পৌরসভায় মোট ৩৪টি ভোট কেন্দ্র রয়েছে। সকাল সাড়ে ১Picture-1 (30) N১ টার দিকে কাউরিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৌয়াকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাসুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী সরকারী মহিলা কলেজ ও দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়, বানিয়াছল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ব্রাহ্মন্দী কেকে এম সরকারী উচ্চ বিদ্যালয়, কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সবকটি কেন্দ্রেই সরকার দলীয় সমর্থকরা চরম অরাজকতা চালায়। বৌয়াপুর এমপি স্কুল কেন্দ্রে নূরে আলম (৩০) নামে মোবাইল মার্কার সমর্থককে গুলি করে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে মনোহরদী পৌরসভায় বিভিন্ন কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ১০টার পর থেকে ব্যাপক অরাজকতা শুরু হয়। সরকারী দলের সমর্থকরা প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের লোকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। এ অবস্থায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক বেলা ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাধবদী পৌরসভায় ব্যাপক অরাজকতা, জোর পূর্বক কেন্দ্র দখল, বোমা ও ককটেল হামলা, গুলিবর্ষন, ব্যালট পেপারে সীল মারা ও লুট করে নেয়ার কারনে মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।