খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: পৌরসভার মধ্যে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৪টিতে মেয়র পদে বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ২টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা ২টিতে বিজয়ী হয়েছেন।
চালনা (আওয়ামী লীগ)
খুলনার চালনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সনক কুমার বিশ্বাস বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অচিন্ত কুমার মণ্ডল।
সনক কুমার বিশ্বাস পেয়েছেন ৪৯৩৫ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অচিন্ত কুমার মণ্ডল পেয়েছেন ২৫১৯ ভোট। বিএনপি প্রার্থী শেখ আব্দুল মান্নান পেয়েছেন মাত্র ১০১৮ ভোট।
ধুনট (বগুড়া) (বিদ্রোহী আওয়ামী লীগ )
বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।
গাংনী (মেহেরপুর) (বিদ্রোহী আওয়ামী লীগ)
মেহেরপুরের গাংনীতে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট।
নলছিটি পৌরসভা নির্বাচন (আওয়ামী লীগ)
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী ১৩ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৬৩৫ ভোট। তিনি জামানত হারিয়েছেন।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮টিতে আওয়ামী লীগ এবং একটিতে জাতীয় পার্টি সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ী তিনজনের মধ্যে একজন বিএনপি সমর্থিত ও অন্য দুজন আওয়ামী লীগের সমর্থিত বলে জানা যায়।