Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডার (জগ) ৭ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলী (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩৮৮ ভোট। এ ছাড়া বিএনপি প্রার্থী ইনসারুল হক ইন্সু (ধানের শীষ) পেয়েছেন ৭৯৫ ভোট। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং অফিসার মো: রোকনুজ্জামান বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম (ডালিম) ৬০৪ ভোট, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান (উটপাখি) ৮৯২ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান (টেবিল ল্যাম্প) ১১৮৪ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে আছেল উদ্দিন (উটপাখি) ৭৭০ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে বাবুল আক্তার (উটপাখি) ৯৫৮ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে নবীরুদ্দিন (উটপাখি) ৮৩০ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে বদরুল আলম (টেবিল ল্যাম্প) ৮৫৮ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম (পাঞ্জাবি) ৭০২ ভোট এবং ৯ নম্বর ওয়ার্ডে এনামুল ইসলাম (পাঞ্জাবি) ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজা খাতুন (আঙ্গুর) ১৬৯০ ভোট পেয়েছেন। ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মলিতা খাতুন (ভ্যানিটি ব্যাগ) ১৭৬২ ভোট , ৭৮৯ নম্বর ওয়ার্ডে পারভিন খাতুন ( আঙ্গুর) ১৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে মোট ১৭ হাজার ৫৫৭ জন ভোটারের মন জয় করতে মেয়র পদে ৫ জন , কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।