Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: সিলেট জেলার তিন পৌরসভায় একটিতে আওয়ামী লীগের প্রার্থী আর দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কানাইঘাট পৌরসভা : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে ৩ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী মো. লুৎফুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৯৭ ভোট।
জকিগঞ্জ পৌরসভা : আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৫২৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ফারুক আহমদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট। গোলাপগঞ্জ পৌরসভা : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোবাইল ফোন প্রতীক নিয়ে ৪ হাজার ৫৮২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২০৮ ভোট।