
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: নানা অনিয়ম, কারচুপি, সংঘর্ষ, ভাংচুর ও বর্জনের মধ্যে দিয়ে ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। এরই মধ্যে নির্বাচনী এলাকাগুলো থেকে আসতে শুরু করেছে নফলাফল। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ পর্যন্ত প্রাপ্ত সবশেষ ফলাফল:-
২৩৪টির পৌরসভার মধ্যে প্রাপ্ত ফলাফল: ২১৭ টি
আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে বিজয়ী: ১৭০ জন।
বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে বিজয়ী: ১৯ জন।
জাতীয় পার্টি: ১ জন।
অন্যান্য: ২৪ জন।
উল্লেখ্য, এ নির্বাচনে মেয়র পদে ৯৪৩ জনসহ মোট ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ৬১ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োজিত ছিলেন। এ নির্বাচনে ৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ২১ হাজার ৫৭১টি। অনিয়ম, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে গুলি, ব্যালট পেপারে জোর করে সিল দেওয়ার অভিযোগে ৩৩টি কেন্দ্রের ভোট নেওয়া স্থগিত করা হয়েছে। এগুলো হলো- নোয়াখালীর চৌমুহুনীতে ৯টি, জামালপুর সদরে ৪টি ও সরিষাবাড়ীতে ১টি, নীলফামারীর সৈয়দপুরে ৩টি, চট্টগ্রামের চন্দনাইশে ২টি, মাদারীপুরের কালকিনিতে ২টি, নরসিংদী সদরের ৩টি, নড়াইলের কালিয়া পৌরসভায় ৩টি, কুমিল্লার বরুড়া এবং হোমনায় ২টি, ফরিদপুর নগর কান্দায় ১টি, চাঁদপুরের ফরিদগঞ্জে ১টি, পটুয়াখালীর কুয়াকাটায় ১টি এবং ময়মনসিংহের ভালুকায় ১টি কেন্দ্র।
এদিকে সারা দেশে ৩১ মেয়র প্রার্থী ভোট বর্জন করেছে। এদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী রয়েছেন ১০ জন, জাতীয় পার্টির একজন ও আওয়ামী লীগের একজন রয়েছেন। বাকিরা স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের প্রার্থী।
চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর, রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান, নরসিংদীর মনোহরদি পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম, টাঙ্গাইলের মধুপুরে বিএনপির সরকার শহীদুল ইসলাম, লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির এবিএম জিলানী, নড়াইলের কালিয়ায় বিএনপির এসএম ওয়াহিদুজ্জামান মিলু, মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম, জামালপুর পৌরসভার জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা এবং বরগুনার আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসান মহারাজ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।