খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: জাতীয় নির্বাচন বর্জন এবং সিটি নির্বাচনে মাঝপথে সরে যাওয়া বিএনপি এবার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় দলটিকে ‘সাধুবাদ’ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বছরের শেষ দিন বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে ২০১৫ সালের শুরুর তিন মাসে বিএনপি নেতৃত্ত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও নাশকতার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এইবার নির্বাচনের কারণে বিএনপি জ্বালাও-পোড়াও করেনি। নির্বাচনের দিকে এসেছে- এজন্য বিএনপিকে সাধুবাদ জানাই।”
তিন মাসের টানা ওই অবরোধ-হরতালে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ব্যর্থ বিএনপি এবার পৌর নির্বাচনে অংশ নিলেও ভরাডুবির মুখে পড়েছে।
বুধবার যে ২৩৪ পৌরসভায় ভোট হয়েছে, তার মধ্যে ২২৭টির ফল ঘোষণা হয়েছে। এতে নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে, বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন ২২টিতে।
সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের সেই অবরোধ শুরুর পর ফেব্র“য়ারিতে যুক্ত হয় হরতাল। এপ্রিল পর্যন্ত সময়ে পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতার নানা ঘটনায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।
ওই সময়ের মধ্যেই অনিশ্চয়তা আর শঙ্কা নিয়ে এসএসসি ও এইচএসি পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের, যার প্রভাব দেখা গেছে ফলাফলেও।
সহিংস সেই রাজনীতিকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “আশা করি আগামীতে এগুলো ঘটবে না। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যেন ছেলেমেয়েরা ঠিকমত পরীক্ষা দিতে পারে।”
গণভবনের এই অনুষ্ঠানে চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সেই সঙ্গে ১৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান।