খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা করে মানুষ পুড়িয়ে মারায় এবং বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ করায় পৌরসভা নির্বাচনে জনগণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ মন্তব্য করেন তিনি। পৌরসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন করার পর এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। হানিফ বলেন, এ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে বৈধতা দিয়েছে। কারণ তারা এতোদিন সরকার ও নির্বাচন কমিশনকে মানতো না।
তিনি নির্বাচনের ফলাফলের বিষয়ে বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে আগুনে পুড়ে পেট্রোল বোমা সন্ত্রাস করে মানুষ হত্যা করেছেন। সেটা জনগণ ভালোভাবে নেয়নি। তিনি বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করেছেন। এর মাধ্যমে একজন পাকিস্তানি হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। এমন মনোভাবের খালেদা জিয়াকে জনগণ এবারের পৌর নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের প্রশংসা করে হানিফ বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। তাদের দৃঢ় অবস্থানের কারণে আমাদের কিছু নেতাকর্মীও আহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে বিধায় তারা প্রশংসা পেতে পারে।
নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, কিছু কিছু জায়গায় আমাদের দলের প্রার্থীরা মাত্র ১৩-১৪ ভোটে হেরেছেন। ভোটে কারচুপি হলে আমাদের প্রার্থীরা এ অল্প ব্যবধানে হারতেন না, জিতে জেতেন। কিন্তু আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। ফল যা হয়েছে, তা-ই মেনে নিয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের সমালোচনা করে বলেন, নির্বাচন নিয়ে তার কথা শুনে মনে হয়েছে, তিনি কি বাংলাদেশে বাস করেন, নাকি আসমান থেকে এসেছেন। ইতিহাস ঘাঁটলে এর চেয়ে বেশি সহিংসতাও দেখা যায়।