Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে পিএসসি-জেএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর বই উৎসবের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এবছর ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীর হাতে মোট ৩৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৭৬০টি বই বিতরণ করা হবে।
বই উৎসব উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করা হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিশু কিশোরদের হাতে বই তুলে দিয়ে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।