খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: নিজের বোনকে ধর্ষণের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। একইসঙ্গে সমগ্র বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল ওই পরিবারের গৃহকর্তা মেয়েটির বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়ার ফতুল্লপুর এলাকায়।
অভিযোগ মেয়েটির উপরে চরম অমানবিক নির্যাতন করেছে পরিবারের লোকেরা। বাইরে বেরনোর চেষ্টা করলেই শুরু হয়ে যেত বেধরক মারধর। একবার চুল কেটেও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে নির্যাতিতা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নির্যাতনের কথা জানতে পারে মেয়েটির পিসেমশায়ই। তিনিই উদ্যোগী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বাদুরিয়া থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত মেয়েটির ভাই পলাতক।