Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: জীবনে বাঁচতে হলে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়। তবে সকল সংগ্রামের সাথে লড়াই করে এগিয়ে যেতে পারার সাহস যাদের মাঝে থাকে, তারাই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। আপনার জীবনে অনেক কষ্ট থাকলেও আমার বিশ্বাস এই ঘটনা আপনাকে অনুপ্রেরণা দিবে।
ভারতে বসবাসকারী ১৮ বছরের মঈন জুনেদি তার জীবনে অনেক কঠিন সময় পাড় করেছেন। মূলত মঈন ছোটকাল থেকে ভঙ্গুর হাড়ের রোগে ভুগছেন।
অর্থাৎ তার হাড়ের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। এমনকি হালকা একটু বাতাসে তার হাড়গোড় ভেঙ্গে যাবার আশংকা রয়েছে। তাঁর হাড় ভঙ্গুর হতে পারে কিন্তু তার ইচ্ছাশক্তি ইস্পাতের মত শক্তিশালী। মঈন একজন জুনিয়র সাঁতারু এবং তিনি এই পর্যন্ত সাতটি জাতীয় স্বর্ণ পদক পেয়েছেন এবং প্যারা আন্তর্জাতিক সাঁতারে তিনি একটি স্বর্ণপদক জিতেছেন। কর্ণাটক সরকার সম্প্রতি বিশ্ব অক্ষমতা দিবসে তাকে অনারিং করে তার কৃতিত্বের স্বীকৃত দেন।
তার কাঁধের অংশ পেছনের দিকে ঘুরানো। যার ফলে সে নিজের হাতে খেতে পারেন না। তার শরীরে এতো ধরণের সমস্যা এবং তিনি মাত্র দেড় ফুট উচ্চতার একজন মানুষ হওয়া সত্ত্বেও চুপ করে বসে নেই। সে তার ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিচ্ছেন।