খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫:
হ্যাপি হ্যাপি নিউ ইয়ার
সবার প্রতি রইল আমার
সালাম, শুভেচ্ছা ও পিয়ার
আছে যতো মাই ডিয়ার।
অতীত যাও পিছনে ফেলে
দু:খ ব্যাথা হতাশ ভূলে।
ফেলে আশা দিন থেকে
শিক্ষা নিয়ে ভূল হতে,
মেধা-–মনন-প্রজ্ঞা মেলে
দশ দিগন্তে আলো জ্বেলে।
আনন্দে যাক দিনগুলো কেটে
মনে মনে এটা বলে-
সত্য নীতি সাথে নিয়ে
পরস্পরে বিশ্বাস দিয়ে,
মিশে থেকে সুন্দরের মাঝে
ভালো,মহৎ , সৃজন কাজে।
মিথ্যা, হিংসা,হানাহানি
গুম,অপহরণ,খুনাখুনি
আছে যতো কাজ বাজে,
এসবের সাথে আপসে যেতে
কখনও কি কারো সাজে ?
মুষ্ঠি পেকে বজ্র হাতে
উড়িয়ে দাও প্রতিরোধের মাঝে।
একা একা শক্তিশালী নয়
দশে মিলে শক্তিশালী হয়।
সকলের পাশে সকলে থেকে
করবো মোরা বাংলাদেশ হতে
নদী-সমুদ্র, পাহাড়-পর্বতময়
আকাশ তারা বিশ্ব জয়।
অশুভ, কুসংস্কার নিপাত যাক,
সারা জীবন ভরে থাক
সত্য,সুন্দর,মহৎ ফেয়ার।
হ্যাপি হ্যাপি নিউ ইয়ার।