Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ারের লেনদেন এবং প্রধান মূল্যসূচকসমূহ বেড়েছে। ডিএসইতে আজ ৩২৩ টি কোম্পানির ৯ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৬৪৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৩৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৪৫৩টাকা। যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ৭ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪.৭২ পয়েন্ট বেড়ে ৪৬২৯.৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৯৯ পয়েন্ট বেড়ে ১৭৫০.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.৫০ বেড়ে ১১০৭.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৩ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এমারেল্ড অয়েল, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, অলিম্পিক ইন্ডা, বেক্সিমকো ফার্মা, এসিআই লিঃ, বেক্সিমকো লিঃ, বিএসআরএম লিঃ ও এসিআই ফর্মূলেশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমারেল্ড অয়েল, এসআইবিএল, আইসিবি ১ম এনআরবি, মিরাক্যাল ইন্ডাঃ, প্রাইম ইন্সুঃ, সামিট এলায়েন্স পোর্ট, উসমানিয়া গ্লাস, বিএটিবিসি, এনটিসি ও মতিন স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কেয়া কসমেটিক্স, রহিমা ফুড, প্যারামাউন্ট ইন্সুঃ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মডার্ন ডাইং, এপেক্স স্পিনিং, আইসিবি সোনালি, কন্টিনেন্টাল ইন্সুঃ, আনোয়ার গ্যালভানাইজিং ও এএমসিএল (প্রাণ)।