Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: ৫০ জনেরও বেশি অভিযোগকারিনীর মধ্যে ফিলাডেলফিয়া টেম্পল ইউনিভার্সিটির বাস্কেটবল দলের সাবেক ব্যবস্থাপক কনস্ট্যান্ড অন্যতম, যিনি বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন সত্তর এবং আশির দশকের অভিনেত্রী, মডেল এবং সাধারণ আরো অনেক নারী।
অবশেষে কাঠগড়ায় দাড়াতে হলো মার্কিন টিভি ব্যক্তিত্ব বিল কসবিকে। ২০০৪ সালে এক নারীকে চেতনানাশক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগে আদালতে হাজির করা হয় তাকে।
২০১৪ সালের শেষ দিক থেকে ২০১৫ সাল জুড়েই বহু নারী বিল কসবির বিরুদ্ধে এনেছেন যৌন হয়রানির অভিযোগ। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ মামলা হিসেবে আদালতে গড়ায়নি। ২০০৫ সালে আন্দ্রেয়া কনস্ট্যান্ডের আনা অভিযোগের ভিত্তিতে প্রথমবারের মতো অভিযোগপত্র দাখিল করা হলো আদালতে।
অবশ্য ২০০৬ সালে অজ্ঞাত পরিমান আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছিল। সেই মামলার কাগজপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।
কসবির বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে তিনি নিজে কোনো মন্তব্য না করলেও তার আইনজীবী এই অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবী করেছেন। এ অভিযোগগুলো প্রমাণিত হলে ৫ থেকে সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ২৫ হাজার ডলার জরিমানা হতে পারে ৭৮ বছর বয়সী কসবির।