খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: পাঁচ বছরের ছেলে ক্রিসমাসে মায়ের কাছে একটা খেলনা বাইক আবদার করেছিল। কিন্তু, কোনও ভাবেই তার টাকা জোগাড় করতে পারেননি মা। বন্ধু, আত্মীয়দের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। তখনই পর্ন ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক বছর ধরে ছেলের জন্য টাকা জমিয়েছেন। তাই এ বছর পাল্টে গিয়েছে ছবিটা। ছেলেকে তার পছন্দের খেলনা কিনে দিতে পেরে খুশি মা। এ ভাবেই নিজের পর্ন দুনিয়ায় হঠাৎ করে এসে পড়ার কাহিনি এই ক্রিসমাসে শেয়ার করেছেন পর্নস্টার মেগান ক্লারা!
ইংল্যান্ডের পোর্টসমাউথের এই সিঙ্গল মাদার জানিয়েছেন, গত তিন বছর ধরে তার ছেলে একটা দামি খেলনা বাইকের জন্য বায়না করছিল। কিন্তু যে সামান্য আয় করতেন, তাতে এক মাত্র ছেলের আবদার মেটানোর উপায় ছিল না। তখনই মেগান অ্যাডাল্ট ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন। তার পরই পাল্টে গিয়েছে তাঁর জীবন। মাত্র ২০ বছরের জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে তাঁর।
মেগানের কথায়, ‘‘ক্যামেরার সামনে আমি বরাবরই স্বচ্ছন্দ। স্বপ্ন দেখতাম মডেলিং করব। কিন্তু এখন যে কাজটা করি সেটাই দারুণ এনজয় করি। এই দুনিয়ায় কেটি প্রাইস আমার আইডল।’’ এখন এক একটা ছবির জন্য নেবেন ৫০০ পাউন্ড পান মেগান। পর্ন ছবিতে অভিনয়ের পাশাপাশি আবার নতুন করে পড়াশোনা শুরু করার কথাও ভাবছেন তিনি। আনন্দবাজার