Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানের ইনিংস খেলে জয়সুরিয়ার ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন দিলশান। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে শ্রীলঙ্কান ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তার। এর আগে ২০০১ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কান ওপেনার হিসেবে ১২০২ (৩৩ ইনিংসে) রান করেছিলেন সনাৎ জয়সুরিয়া।
বৃহস্পতিবার নেলসনে সিরিজের তৃতীয় ওয়ানডে ৯১ রান করে রান আউটে কাটা পড়েন দিলশান। এই ইনিংস নিয়ে এ বছর ওপেনিংয়ে নেমে ১২০৭ রান করেছেন এই ডানহাতি।
এ ছাড়া ২০১৫ সালে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করলেন দিলশান। এ বছর ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ১৪৮৯ রান। ১৩৭৬ রান নিয়ে গাপটিলের পরে আছেন তারই স্বদেশী কেন উইলিয়ামসন।