খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল প্রদান করল এক্সিম ব্যাংক। আজ (০২ জানুয়ারি ২০১৬) উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত এই কম্বল বিতরন অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক এ বছর সারা দেশে প্রায় ২ লক্ষেরও অধিক কম্বল দুঃস্থ ও শীতার্তদের মাঝে বিতরণ করেছে। তিনি বিভিন্ন সেক্টরে এক্সিম ব্যাংকের সিএসআর কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, ফিরোজ হোসেন সহ প্রধান কার্যালয় উর্দ্ধোতন নির্বাহী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।