Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: ভারতে অ্যারেঞ্জ ম্যারেজের নানা নিয়ম-কানুনকে প্রশ্নবিদ্ধ করেছে অনলাইনে ভাইরাল হয়ে যাওয়া একটি বিজ্ঞাপন। এটি নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে ঝড়। ডিসেম্বরের ২৯ তারিখ প্রচারিত বিজ্ঞপনটি ইতিমধ্যে ২ লাখ ৯০ হাজারবার দেখা হয়ে গেছে। ফেসবুকে শেয়ারের সংখ্যা ৬৭ হাজার। ইউটিউবে দেখা হয়েছে ১ লাখ ৯০ হাজার বার।
ভিডিওর শুরুটা এমন- এক তরুণী আয়নার সামনে বসে রয়েছেন। আনমনা হয়ে ভাবছেন কিছু। তিনি কি একজন আদর্শ স্বামী পেতে প্রস্তুত? ভাবনা স্পষ্ট হয় যখন তিনি তার বাবাকে প্রশ্ন করেন, ‘বাবা, শুধুই সমুসা খাইয়েই কিভাবে সিদ্ধান্ত নিই যে, জীবন এর সঙ্গেই কাটাতে হবে?’
পরের দৃশ্যে দুই পরিবার বসে রয়েছেন। ছেলে-মেয়ের বিয়ের কথা প্রায় পাকাপাকি। তবে শেষ মুহূর্তে মেয়ের বাবার একটি কথা সবাইকে চমকে দিল। তিনি বলছেন, ‘আমার মেয়েকেও তো দেখতে হবে যে আপনাদের ছেলে ঘর সামলাতে পারে কি না, খাবার বানাতে পারে কি না; তারপরই আপনাদের হাতে মেয়েকে তুলে দেবো’। মেয়েটি অবাক হলো, মুক্তি পেল এবং উৎফুল্ল হয়ে উঠল।
ছেলেটি কেবল মাঝে-মধ্যে নুডলস রান্না করতে পারে। কিন্তু নুডলসের ওপর তো মেয়েটি বেঁচে থাকতে পারবে না, কাজে এ বিয়ে সম্ভব নয়। জানিয়ে দিলেন বাবা।
কিন্তু এখানেই শেষ নয়। ছেলেটার জবাবও সবাইকে আশাবাদী করেছে। বললেন, আমাকে ১০ দিন সময় দিন এবং আমাদের বাড়িতে আসুন। এই সময়ের মধ্যে আমি এ সবই শিখে ফেলবো। গোটা বিষয়ের পরিণতিটা শুভই হলো।
বিজ্ঞাপনটি দারুণ জনপ্রিয় হয়েছে। সবাইকে বলছে, পরিবর্তন খুবই সুন্দর।