খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: রামপুরা বনশ্রী এলাকা থেকে এক কোটি টাকাসহ জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় রামপুরা বনশ্রীর পাঁচ তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গিয়াস উদ্দিন, আমিনুর রহমান, আবুল হাশেম, ওসমান গণি ও শাহাদাতুর রহমান। মতিঝিল থানার উপ কমিশনার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সম্ভাব্য রায়কে কেন্দ্র করে তারা তাদের করণীয় ঠিক করার জন্য গোপন ওই বৈঠকে বসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই আস্তানায় হানা দিয়ে ১ কোটি ৪৭ হাজার ৫০০টাকা ও বিভিন্ন জিহাদী বইসহ তাদের আটক করা হয়।