Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: আইএসদের কাছে যে মহিলারা নির্যাতিত হন, যে মহিলাদের ধর্ষণ করা হয়, যে মহিলাদের যৌনদাসীতে পরিণত করা হয়, তাঁদের কথা শুনেছেন কখনও? আইসিসদের হাতে বন্দি ছিলেন তিনিও। নাম নাদিয়া মুরাদ। বয়স ২১ বছর। অবশেষে বাঁচতে পেরেছেন আইএস জঙ্গিদের হাত থেকে। আর তারপর বলেছেন, সেই অত্যাচারের কথা। তিনি ইরাকের মেয়ে।
তাঁর সঙ্গে হওয়া অত্যাচারের ঘটনা বর্ণনা করেছেন নাদিয়া। বলেছেন, ‘একদিন আমাদের গ্রামে আইএস জঙ্গিরা এলো। ওরা বাচ্চাদের চোখের সামনেই মেরে ফেলল। বৃদ্ধাদেরও রেহাই দিল না। আর কমবয়সী মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে গেল। যার মধ্যে ছিলাম আমিও। তারপর আমাদের উপর অত্যাচার করা হত অনবরত। খানিক পর পরই এক একজন এসে আমাদের ধর্ষণ করত।
এসে বলত, প্রার্থনা করতে। তারপরই ধর্ষণ করত। শুধু একজনকেই নয়। ওরা আমাদের একসঙ্গে বেশ কিছু মেয়েকে নগ্ন করে রাখত এক জায়গায়। তারপর একসঙ্গে এতগুলো মেয়েকে ধর্ষণ করত। চোখের সামনে পশুর থেকেও বর্বর কাজকর্ম দেখতে হত। আমাদের যৌনদাসীতে পরিণত করেছে দিনের পর দিন। কত মেয়েদের যৌনতার জন্য বিক্রি করে দিত।ওরা ইসলামের নাম আর ইমেজ খারাপ করছে দুনিয়ার চোখে