খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো বরাবর ‘খোলা হাওয়ার’ কথাই বলে এসেছেন। তার শান্তিনিকেতন সেই খোলা হাওয়ারই আবহে, যেখানে মুক্ত আকাশের নীচে, প্রকৃতির স্পর্শেই শিক্ষাপাঠ। তার গানও তো মুক্তবিহঙ্গের মতো, নির্দিষ্ট গণ্ডিতে, দেশের সীমারেখায় আবদ্ধ নয়।
এক দৃষ্টিহীন ইতালিয় তরুণী তেমনটাই জানিয়ে দিলেন- সংগীতের কোনো সীমান্ত নেই। সেই দৃষ্টিহীন তরুণী গেয়েছেন রবি ঠাকুরের লেখা গানের কয়েক কলি। আবেগ মাখানো মিষ্টি গলায় প্রতিটি শব্দ যেন অন্তরের গভীর থেকে বেরিয়ে আসা। তারিফ না করে পারবেনই না।
প্রিয় পাঠক, তাহলে শুনে নিন সেই দৃষ্টিহীন তরুণীর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতৃ..