Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

20160103_AIBL_CSR_DCC_Pressখোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: রাজধানীর গুলশান ও বনানী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সিসি টিভি স্থাপনের জন্য সাড়ে ১২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৩ জানুয়ারি ২০১৬, রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি’র পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের হাতে এ অর্থ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রদত্ত এ অর্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি স্থাপনের কাজে ব্যয় করা হবে।