খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: বেন স্টোকস খেললেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এক আক্রমণাত্মক ইনিংস। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ডের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা অবশ্য এখন তার। সকালের সেশনে স্টোকসের পিটুনিতে ইংলিশরা অবিশ্বাস্য সময় কাটিয়েছে। ২৫ ওভারের সেশনে ১৯৬ রান তুলেছে ইংল্যান্ড। কোনো উইকেট হারায়নি। রূপকথার মতো ব্যাট করে ১৬৩ বলে ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৪ বছরের স্টোকস। দ্বিতীয় দিনে লাঞ্চের সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৫১৩। স্টোকস ২০৪ ও জনি বেয়ারস্টো ৯৫ রানে অপরাজিত ছিলেন। তাদের জুটিটা তখন ২৯০ রানের। ষষ্ঠ উইকেটে যা ইংল্যান্ডের নতুন রেকর্ড।
ছয় নম্বরে ব্যাট করে ডাবল সেঞ্চুরি তুলে নেয়া প্রথম ইংলিশ ব্যাটসম্যান স্টোকস। সর্বকালে এই পজিশনে ব্যাট করে ডাবল পাওয়া দশম ব্যাটসম্যান তিনি। একই সেশনে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টোকস। আগের দিন অপরাজিত ছিলেন ৭৪ রানে। এদিন সকাল থেকে আগ্রাসী ব্যাটিংয়ে ১০৫ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন। এরপর ১৩৫ বলে করেছেন ১৫০। আর ১৬৩ বলে করা ডাবল সেঞ্চুরিতে ২৬টি চার ও ৭টি ছক্কা। নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের রেকর্ডটা অবশ্য ভাঙ্গা হয়নি স্টোকসের। ২০০১-০২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। বীরেন্দর শেবাগের ১৬৮ বলে করা ডাবল সেঞ্চুরিটা ছিল এতদিন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। সেটিকে টপকে গেছেন স্টোকস। এতদিন ইংল্যান্ডের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ছিল ইয়ান বোথামের। ২২০ বলের রেকর্ড ছিল ওটি। সেটিও ভেঙ্গেছেন স্টোকস।