Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সৌদি সরকারের হাতে সেদেশের প্রখ্যাত আলেম শেখ নিমর আন-নিমরের শাহাদাতের তীব্র নিন্দা জানিয়েছেন। আজ (রোববার) সকালে ফিকাহ শাস্ত্রের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে দেয়া বক্তৃতায় এই নিন্দা জানিয়েছেন তিনি। আলে-সৌদ সরকারের সমালোচনা করার দায়ে গতকাল (শনিবার) শিরোñেদ করে শেখ নিমরকে হত্যা করা হয়। এই ভয়াবহ অপরাধের পাশাপাশি বাহরাইন ও ইয়েমেনে সৌদি সরকারের বর্বরোচিত হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সর্বোচ্চ নেতা।
তিনি বলেন, নিঃসন্দেহে খুব শিগগিরই এই মজলুম শহীদের রক্তের প্রভাব দেখা যাবে এবং খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি রাজনীতিবিদরা রক্ষা পাবে না। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এই মজলুম আলেম কখনো সৌদি সরকারের বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র করেননি এবং জনগণকেও সশস্ত্র সংগ্রামের দিকে আহ্বান জানাননি। তিনি শুধু ধর্মীয় দায়িত্ব পালন অর্থাৎ সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার জন্য প্রকাশ্যে সৌদি সরকারের সমালোচনা করতেন। ইরানের সর্বোচ্চ নেতা গলা কেটে শেখ নিমরের হত্যাকাণ্ডকে সৌদি সরকারের রাজনৈতিক অপরাধ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মহান আল্লাহ নিরপরাধ ব্যক্তিদের রক্ত ঝরানো পছন্দ করেন না; কাজেই খুব শিগগিরই শেখ নিমরের হত্যাকারীরা খোদায়ী প্রতিশোধের শিকার হবে। তিনি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বাক স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের কথিত ধ্বজাধারীদের নীরবতার কঠোর সমালোচনা করে বলেন, মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বের উচিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এগিয়ে আসা।