খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: সুর-সংগীতের কোনো সীমান্ত নেই এমনই বার্তা দিলেন সুইডিশ তরুণী জয়ি প্র্যাঙ্কস। বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে, দে ছাড়িয়া’ গেয়ে ইউটিউবে নিজের চ্যানেলে আপেলাড করেছেন তিনি।
প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’ ছবির জন্য গানটি গেয়েছিলেন মোহাম্মদ আবদুল জব্বার। এর কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেন আলম খান। গানটির চিরন্তন আবেদন আবেগপ্রবণ করেছে সুদূর সুইডিশ তরুণীকেও।
গত ১৭ ডিসেম্বর কালজয়ী এই গানটি তিনি ইউটিউবে আপলোড করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমের সুবাদে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। জয়ির আবেগমেশানো কণ্ঠে গাওয়া গানটি সব বাংলাদেশিকেই গর্বিত করবে।
প্রিয় পাঠক, তাহলে শুনে নিন জয়ি প্র্যাঙ্কসের কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ৃ.