খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ৪০ তলা একটি ভবনের উপরে একদম কিনারা দিয়ে হেঁটেছেন কখনও? এবার রাশিয়ান এক নাগরিক ৪০ তলা ভবনের উপর অনেক ভয়ানক কিছু কার্যকলাপ করেছেন। যা দেখলে চমকে যাবেন আপনিও।
বিজনেস ইনসাইডারের একটি ভিডিওতে দেখা যায়, এদ্রিনালাইন জাঙ্কি নামের একজন রাশিয়ান ব্যক্তি ৪০ তলা ভবনের উপরের রেলিংয়ে ইচ্ছেমত হেঁটে চলেছে। কখনও বা কারও হাত ধরে সেখানে ঝুলে পড়েছে। একটু এদিক সেদিক হলেই তার জীবন ছিল বিপর্যয়ের মুখে। তবুও সে অসাধ্য কাজ করেই চলেছে।
ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে। কেউ কেউ তার এই ভিডিওর জন্য তাকে অনেক সাহসিকতার খেতাব দিচ্ছেন তো কেউ কেউ আবার এই ভয়ানক ভিডিও দেখে নিজেই ভীত হয়ে গেছেন।