খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরা দলীয় কর্মসূচি কিংবা সামাজিক কোনও অনুষ্ঠানে উপস্থিত হলে নেতাকর্মীরা তাদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। একাধিক মন্ত্রী ও এমপিকে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
শনিবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি। দলীয় নেতাকর্মী ও আগত অতিথিদের কেউ কেউ মন্ত্রী ও এমপিদের সঙ্গে সেলফি তুলতে থাকেন। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একই টেবিলে খেতে বসেন। এসময়ও সেফলি ও নেতাদের ছবি তুলতে থাকেন অনেকেই। এক পর্যায়ে রেগে যান আমির হোসেন আমু। তিনি বলেন, ছবি তোলা বন্ধ কর। তার কথার পরও একাধিক অতিথি ছবি তুলতে থাকলে দাঁড়িয়ে তাদের কড়া ধমক দেন আমির হোসেন আমু।
এর আগে অনুষ্ঠানস্থলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত হলে তাকে নিয়েও সেলফি তুলতে থাকেন অনেকেই। তিনিও এক পর্যায়ে রেগে গিয়ে বলেন, আর কত ছবি তুলতে হবে, বন্ধ কর।
ওবায়দুল কাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তার নির্বাচনী এলাকার বেশ কিছু নেতাকর্মী তাকে ঘিরে ধরে ছবি ও সেলফি তুলতে থাকেন। ঢাকা মহানগরের কয়েক নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এ পরিস্থিতি দেখে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন রসিকতা করে বলেন, আপনারা নোয়াখালীবাসী কাদের ভাইকে এবার সারাদেশের জন্য ছেড়ে দিন। এসময় সেখানে হাসির রোল পড়ে।