খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষক হিসেবে নিয়োগ দিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে ১৩ হাজার ৯৭৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতদের তালিকা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ডে পাওয়া যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও নির্বাচিতদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রশ্ন ফাঁস ঠেকাৎে এবার পরীক্ষার দিন সকালে ডিজিটালি প্রশ্ন ছাপিয়ে ধাপে ধাপে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।