Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ১৯৮ বলে ২৫৮ রান করেছেন বেন স্টোকস। তার আউটের পর প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৬ উইকেটে ৬২৯ রানে নিজেদের থামায় ইংলিশরা। জনি বেয়ারস্টো তখন অপরাজিত ১৫০ রানে। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন স্টোকস। ৬ নম্বরে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন। টেস্টে দিনের প্রথম সেশনে সর্বোচ্চ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েছেন স্টোকস। দ্রুততম আড়াইশ রানের বিশ্ব রেকর্ডও ভেঙ্গেছেন। এক ইনিংস দিয়ে রেকর্ড পাতা ওলট পালট করে দিয়েছেন ২৪ বছরের এই ইংলিশ ব্যাটসম্যান। একে একে বলা যাক কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি করেছেন স্টোকস! ১৬৩ বলে ডাবল সেঞ্চুরি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। ২০০২ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৫৩ বলে গড়া ডাবল সেঞ্চুরিটা ইতিহাসের দ্রুততম।
ইংল্যান্ডের দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিলো ইয়ান বোথামের ১৯৮২ সালে দ্য ওভালে ভারতের বিপক্ষে ২২০ বলের ইনিংসটি। আর কেপটাউনে আগের দ্রুততম ছিল ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে হার্শেল গিবসের করা ২১১ বলের ইনিংসটি। ১৯৬ বলে আড়াইশ রান করেছেন স্টোকস। এই প্রথম কোনো ব্যাটসম্যান দুশোর কম বলে আড়াইশ রান করলেন। দ্রুততম আড়াইশর রেকর্ডটি ছিল বীরেন্দর শেবাগের। ভারতের এই ব্যাটসম্যান ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৪ বলে ২৯৩ রান করার পথে ২০৭ বলে আড়াইশ করেছিলেন। ৬ নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড স্টোকস গড়েছেন। ছাড়িয়ে গেছেন ১৯৭৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্সের করা ২৫০ রানের রেকর্ডকে। সকালের সেশনে ১৩০ রান করেছেন স্টোকস।
কোনো টেস্টের প্রথম সেশনে এক ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি। আগেরটি ১২৩ রানের। ইংল্যান্ডেরই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লেস অ্যামেস দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই রেকর্ড গড়েছিলেন। সালটা ছিল ১৯৩৫। ভেন্যু ছিল দ্য ওভাল। ৬ নম্বর বা তার নিচের পজিশনে নেমে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন স্টোকস। ১৯৯৩ সালে এই পজিশনে গ্রায়েম হিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ে করেছিলেন ১৭৮ রান। বেয়ারস্টোর সাথে ষষ্ঠ উইকেটে বিশ্ব রেকর্ড জুটি গড়েছেন স্টোকস। তারা করেছেন ৩৯৯ রান। ষষ্ঠ উইকেটে তারা ভেঙ্গেছেন ২০১৫ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসনের গড়া ৩৬৫ রানের রেকর্ড। স্টোকস ও বেয়ারস্টোর জুটির রান গড় ছিল ৬.৯১।
টেস্টে ২০০ পার হওয়া জুটির সর্বোচ্চ গড়ের বিশ্ব রেকর্ড এটি। ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৩ রান করেছিলেন। তাদের গড় ছিল ৬.৮৮। স্টোকসের ইনিংসে ছিল ১১টি ছক্কা। একটুর জন্য বিশ্ব রেকর্ড মিস করেছেন। তারপরও যোগ দিয়েছেন টেস্টের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডে। সর্বোচ্চ ১২টি ছক্কা মারার রেকর্ড পাকিস্তানের ওয়াসিম আকরামের। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন তিনি। ১১ ছক্কা আছে অ্যাস্টল, হেইডেন ও ব্রেন্ডন ম্যাককালামের (২বার)।