খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: বন্যা প্লাবিত শহর চেন্নাইতে এক স্বামী তার স্ত্রীকে বন্যার পানি থেকে রক্ষা করতে করেছেন অদ্ভুত মজার এক কাণ্ড।
বেশ কিছুদিন যাবত ভারতের দক্ষিণপূর্ব রাজ্য তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যস্ত। রাজধানী শহর চেন্নাইতে বন্যা পরিস্থিতি আরো খারাপ। এরকম অবস্থায় শহরের অধিবাসীরা যাতায়াত করা নিয়ে বিপাকে পড়েছেন। রাস্তা দিয়ে এখন চলছে নৌকা, নৌকা না পেলে বন্যার পানিতে শরীর ডুবিয়ে হাঁটা ছাড়া পথ নেই। চেন্নাইয়ের এই ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে নৌকা ছাড়া রাস্তা পার হবেন কিন্তু তার কথা হচ্ছে তিনি নিজে বন্যার পানিতে ভিজলেও স্ত্রীকে কিছুতেই ভেজাবেন না। কিন্তু কীভাবে সেটা করা সম্ভব?
তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একটা টুল আর্ট একটা চেয়ার নিয়েছেন এবং প্রথমে তার স্ত্রীকে দাঁড় করিয়েছেন একটা চেয়ারের উপর, তারপর প্রতি পদক্ষেপে এই দুটোকে ক্রমাগত অদলবদল করেছেন এবং ঠিকই পানিতে না ভিজিয়ে স্ত্রীকে রাস্তা পার করেছেন।
নিচের এই অদ্ভুত ভিডিওটি দেখলে যে কেউ মজা পাবেন। ১৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাবে চেন্নাইয়ের এই ভদ্রলোক কি পরিমাণ দক্ষতার সাথে কাজটি করেছেন