খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: পূবালী ব্যাংক লিমিটেড ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট বা আর্থিক খাত সহায়তা প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবহারের বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ ব্যাংক এ প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্পটির পরিচালক মো. আহসান উল্লাহ এবং পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী ও পূবালী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ ও পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৩০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী এ তহবিল ব্যবহারে যুক্ত হল পূবালী ব্যাংক লিমিটেড।