Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্র্ধষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই জঙ্গি সংগঠনের ভয়ে কাঁপে না এমন কেউ নেই। বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলো আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। তবে আপনি শুনে অবাক হবেন এই জঙ্গি সংগঠনও কোনো একটি দেশকে ভয় পায়! আর সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল। এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছেন এক সাংবাদিক।
২০১৪ সালে সিরিয়ায় আইএসের সঙ্গে ১০ দিন অতিবাহিত করেছেন সাংবাদিক টোডেনহুফার। জিয়ুস নিউজ পত্রিকাকে তিনি বলেছেন, ‘তাদের (আইএস) ধারণা, তারা ব্রিটিশ ও মার্কিন সৈন্যদের হারাতে পারবে। কিন্তু তারা জানে ইসরায়েলি বাহিনীকে হারানো অনেক কঠিন হবে।’
টোডেনহুফার বলেন, ‘তারা ব্রিটিশ ও আমেরিকানদের ভয় পায় না, ইসরায়েলিদের ভয় পায়। আমাকে তারা বলেছে, এই ইসরায়েলি সৈন্যরা সত্যিই বিপজ্জনক।’
সম্প্রতি আইএস বেশ কয়েকটি স্থানে পরাজিত হয়েছে। গত সপ্তাহে ইরাকি বাহিনী ঘোষণা দিয়েছে, তারা আইএসের কাছ থেকে রামাদি শহর পুনর্দখল করেছে। কিন্তু নতুন একটি বার্তায় আইএসের নেতা দাবি করেছেন, বিমান হামলা এই সংগঠনকে দুর্বল করতে পারেনি।
গত সপ্তাহে টুইটারে পোস্ট করা এক অডিওবার্তায় আবু বকর আল-বাগদাদী বলেন, ‘আত্মবিশ্বাসী হন, যাঁরা আল্লাহকে মেনে চলেন তাঁদের তিনি অবশ্যই জয়ী করবেন। এখানে ভালো খবর হলো, আমাদের রাষ্ট্র খুব ভালোভাবে চলছে।’ এই বার্তায় সৌদি আরবের নেতৃত্বে মুসলিম দেশগুলোর জোটের সমালোচনা করা হয়েছে।