Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার। তিনি বলেন, নারী শ্রমিক পাঠানো উৎসাহিত করতে সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে ওই নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছর সই হওয়া একটি চুক্তির আওতায় আমরা ২০ হাজার শ্রমিক পাঠিয়েছি। এখন তারা ওই অনানুষ্ঠানিক বাধা তুলে নিয়েছে। অভিবাসন ও উন্নয়ন বিষয়ে বৈশ্বিক ফোরামে (জিএফএমডি) বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।