খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ রিন্টুকে আটক করা হয়েছে। রাজধানীর হাজারিবাগ বাসা থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্ববায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম মিন্টু। রিন্টুকে আটকের বিষয়টি স্বীকার করেছেন হাজারিবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমউজ্জামান। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। রিন্টুর পরিবারের দাবি তার নামে কোনো মামলা নেই। কি কারণে তাকে আটক করা হয়েছে তারা তা জানেন না।