খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: আম আদমি সরকারের সঙ্গে টক্করে গিয়ে এমনিতেই বিতর্কিত হয়ে উঠেছেন দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসি। তার ওপরে সোমবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন কমিশনার। আইন থাকলে ধর্ষককে গুলি করে মারতাম। সাংবাদিক সম্মেলনে বাসি দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ভারতের সংবিধান যদি নারীদের বিরুদ্ধে অপরাধীকে গুলি করার অধিকার দেয় তাহলে দিল্লি পুলিশ স্পটেই করে দেখাবে। সোমবার দিল্লি পুলিশের বাৎসরিক প্রেস কন্ফারেন্সে বাসি ওই মন্তব্য করেন।
বাসির ওই মন্তব্যবের পর অবশ্য পাল্টা মন্তব্য করার সুযোগ ছাড়েননি অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী প্রায় সঙ্গে সঙ্গেই বলেন, ড্রাম বাজিকে মোটেই পাত্তা দিই না। থ্যাঙ্ক গড! দিল্লি পুলিশ কেন্দ্র সরকারের অধীন।
আপ সরকার দিল্লিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কেজরিওয়াল ও বাসি প্রায়ই সংঘাতে জড়িয়ে একে অন্যের বিরুদ্ধে বন্দুক তাক করেছেন। গত বছর এক সাক্ষাতকারে বাসি বলেন, এই আপ সরকার নিজেরে ৬ জন মন্ত্রীর দুর্নীতি দূর করতে পারেছে না। তারা আবার অন্যকে শেখাতে আসে কি ভাবে কাজ করতে হবে!
দিল্লি পুলিশ কেন্দ্র সরকারের অধীনে। ফলে তার ওপরে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও চাপ আছে কি? বাসি বলেন, কোনও লোকাল ইস্যুতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রী কখনও কোনও হস্তক্ষেপ করেন না।