খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা যে খাবারই খেতে চান খেতে পারেন।
কিন্তু কোন সফরে থাকাকালে তিনি তার পছন্দনীয় খুব কম খাবারই খেতে পারেন এবং তার পছন্দনীয় খাবারগুলোর মাঝে কোনটিতেই কোন প্রকার মেয়োনিজ থাকা চলবে না।
২০০৭ সালে ওবামার পক্ষে প্রচারণা করা রেগমি লাভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা রেঞ্চ ড্রেসিং(ঘোল দিয়ে তৈরি এক প্রকার সালাদ) এর বড় ধরনের ভক্ত।
যদিও তার স্ত্রী মিশেল ওবামা স্বাস্থ্যসম্মত খাবারের পক্ষে প্রচারণা পরিচালনা করেন তবে ওবামা বলেছেন, আমার চোখ দিয়ে গুয়াকেমল(টক, কাচাঁ মরিচ, টমেটো এবং রসুন দিয়ে তৈরি সালাদ) বের না হওয়া পর্যন্ত আমি নাকোস খেতে থাকি।
লাভ আরো জানান, একবার আমি তার প্রচারণাকালে একটা খাবার সাথে নিতে ভুলে যাওয়া সে আমার উপর রাগান্বিত হয়েছিলেন। তিনি ক্লান্তভাবে আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘রেগি তোমার কাছে কি আমার টাকুইটোসগুলো রয়েছে।’ আমি তাকে বললাম আমি খাবারগুলোর প্রায় তিন ঘণ্টা হয়ে গিয়েছিল তাই আমি সেগুলো ফেলে দিয়েছি। এই কথা শুনে ওবামা আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।