Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: অবশেষে ভারতের পাঠনকোট বিমানঘাঁটিতে হামলার দায় নিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল নামে একটি সংগঠন। সংগঠনটির শীর্ষনেতা সৈয়দ সালাউদ্দিন সোমবার এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। যদিও ভারত সরকার ইউনাইটেড জিহাদের এই দাবি খারিজ করে দিয়েছে। হরকত-উল-আনসার, হিজাব-উল-মুজাহিদন, জামাত-উল মুজাহিদিন, অল-জিহাদ, তেহরিক-উল মুজাহিদিনের মতো ১৫টি কাশ্মীরি জঙ্গি সংগঠনকে একজোট করে তৈরি হয়েছে ইউনাইটেড জিহাদ কাউন্সিল নামে এই সংগঠনটি।
এই সংগঠনটির তরফে সৈয়দ সাদাকাত হুসেইন জানান, ২ জানুয়ারি পাঠনকোট বায়ুসেনা ঘাঁটিতে কাশ্মীর জঙ্গিরাই হামলা চালিয়েছে। যদিও, কেন্দ্রের পক্ষ থেকে এই দাবি নস্যাৎ‍ করে এক বিবৃতে জানানো হয়েছে, পাঠানকোট হামলার অন্য দিকে মোড় ঘোরাতে চাইছে পাকিস্তান। পরিকল্পিত ভাবেই তাই কাশ্মীরি জঙ্গিদের এই সংগঠনকে সামনে আনা হচ্ছে। এ ধরনের ঘোষণা পাকিস্তানি চক্রান্ত বলেই মনে করছে নয়াদিল্লি।