খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: দুইবার পিছিয়ে পড়ার পরও ২-২ গোলের ব্যবধানে ১০ জনের রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ভ্যালেন্সিয়া। রোববার মেস্টারায় অনুষ্ঠিত ম্যাচের ফলাফলে তাই অসন্তুষ্ট রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ। ক্লাবে নিজের ভবিষ্যৎকে শংকা মুক্ত করতে এই ম্যাচে জয়ের প্রয়োজন ছিল বেনিতেজ বাহিনীর। দলগত পারফর্মেন্সের ফল হিসেবে করিম বেনজেমার গোলে উড়ন্তু সুচনাও পেয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু প্রথমার্ধের বিরতীতে যাবার আগেই পেনাল্টি থেকে দানি পারেজোর গোলে সমতায় ফিরে ভ্যালেন্সিয়া।
২০ মিনিটের জন্য রিয়াল হয়ে গিয়েছিল ১০ জনের দলে। কারণ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মাত্তেউ কোভচিচকে। যদিও ১০ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে গিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। গেরাথ বেলের অসাধারণ হেডের কল্যানে ম্যাচের ৮২তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। কিন্তু খেলা শেষ হবার ৮ মিনিট আগে পাচো আলকেচার ফের গোল করে সমাতয় ফিরিয়ে আনে গেরি নেভিলের ভ্যালেন্সিয়াকে। বর্তমানে লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষধারী অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চার পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। অবশ্য ইউরোপীয় ওই চ্যাম্পিয়ন দলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ।
জনসমক্ষে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বেনিতেজকে সমর্থন দিয়ে গেলেও মিডিয়ার রিপোর্ট বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক সময়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ফলাফলের উন্নতি না হলে ফরাসি কিংবদন্তী ও রিজার্ভ দলের কোচ জিনেদিন জিদানকে যেন প্রমোশন দিয়ে মূল দলের কোচ বানানো হয়। বেনিতেজ বলেন, ‘জনগণের ধারণাকে আমি পাশ কাটাতে পারি না। আজকে যেভাবে দলবদ্ধ হয়ে খেলেছে সেভাবে খেলার জন্য আমি কেবল দলকে ম“ দিতে পারি। খেলোয়াড়রা তাদের পুরো সামর্থ্য উজাড় করে খেলেছে। তবে দুর্ভাগ্যবশত আমরা পুরো তিন পয়েন্ট অর্জন করতে পারিনি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য ভ্যালেন্সিয়াকে জয়ের ধারা নিয়ে শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন নেভিলে।
এটি ছিল আমাদের দলের জন্য এ যাবৎকালের সেরা পারফর্মেন্স। তবে আমার মনে হয় এটিও যথেষ্ট নয়। পুরো সময় জুড়ে এ ধরনের পারফর্মেন্স অব্যাহত রাখার প্রতি আমার বেশি আগ্রহ। বুধবার শুরু হতে যাওয়া কোপা দেল রে’র ম্যাচেও আমাদের একই ধরনের পারফর্মেন্সের দরকার।’ এদিন বেনিতেজ সাইডলাইনে বসিয়ে রেখেছিলেন কলম্বিয় তারকা জেমস রুড্রিগুয়েজকে। ক্লাবের অনুশীলন মাঠে আসার সময় ঘন্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ী চালানোর দায়ে তাকে অভিযুক্ত করেছে পুলিশ।