খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচন কমিশনকে সর্বময় কর্তৃত্ব দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তা না হলে প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
২০১৪ সালের ৫ই জানুয়ারি বিতর্কিত নির্বাচনের দুই বছর পূর্তি হচ্ছে আজ। সেই সময়ের পর বাংলাদেশে আরও কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং সম্প্রতি পৌরসভা নির্বাচন প্রতিটিতেই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের গ্রহণ যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
দুই বছর পর দেশের নির্বাচন ব্যবস্থার কোন উন্নতি হয়েছে কিনা বিবিসির এমন প্রশ্নে সাখাওয়াত হোসেন বলেন, ২০১৪ সালে যে ধরনের নির্বাচন ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা বের হতে পারি নাই। নির্বাচন ব্যবস্থার তেমন কোন উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না।
বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা আছে সেখানে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করা কতটা সম্ভব হবে এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন কিভাবে করা যায় সেটার জন্য নির্বাচনকালীন সময়ের ব্যবস্থা করা যায়। প্রথমত যেটা বলতে হয়, জাতীয় সংসদ নির্বাচন বাদে বাকি নির্বাচন সরকারের অধীনে হয়। কিন্তু এটার একটা ধারাবাহিকতা থাকে। যদি জাতীয় সংসদ নির্বাচন ভাল হয় তাহলে অন্যান্য নির্বাচনও ভাল হবে। সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা খুব বেশি থাকে। বিশেষ করে সরকারের অধীনে যে নির্বাচন হয় সেই জায়গাটাতে আমার মনে হয় একটা বড় সমস্যা দেখা দিয়েছে।
তাহলে কী বলা যায় নির্বাচন কমিশনেরই সমস্যা এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, সেখানে নির্বাচন কমিশনের কিছুটা সমস্যা আছে, তারপরে নির্বাচন কমিশনের যে আইনগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করা দরকার। আরেকটা বিষয় হল, যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচনকালীন যে সরকার থাকবে তার শাসন পদ্ধতিটা কী হবে, তার সাইজটা কী হবে এবং সেখানে কমপজিশনটা কী হবে, সর্বদলীয় হবে কিনা এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা কতখানি থাকবে, কতখানি কমবে এটাকে পরিবর্তন করে অন্তবর্তীকালীন সরকারে রূপ দেয়া যায় তাহলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ করা সম্বভ হবে। ইলেকট্রোরাল সিস্টেমে কিছুটা পরিবর্তন আনতে হবে। বিশেষ করে আইনগুলো কিছুটা পরিবর্তন আনতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনের ক্ষমতা এখন যা আছে তার উপরে ক্ষমতায়ন করতে হবে। নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় সর্বময় কর্তৃত্ব দিতে হবে।
এখন নির্বাচন কমিশনের সর্বময় ক্ষমতা আছে কিনা সে প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে কিন্তু কিছু কিছু জায়গায় নির্বাচন কমিশনের ঐ ধরনের ক্ষমতা নাই। বিশেষ করে দুটি জায়গার কথা বলি একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার থাকবে সে সরকারের উপরে নির্বাচন কমিশনের কতটা কর্তৃত্ব থাকে তার উপরে নির্বাচন ভাল হবে না মন্ধ হবে সেটা নির্ভর করে।