Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: পিঠের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া শেষ ওয়ানডে ম্যাচে আর খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের বিদায়ী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। গত ২৮ ডিসেম্বর সফরকারী লংকানদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় পিঠে আঘাত পান ম্যাককালাম।
আর সে কারণেই আর মাঠে নামা হয়নি। কাল থেকে মাউন্ট মগানুতে শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচটিতেও তাই ম্যাককালামকে বিশ্রামেই থাকতে হচ্ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েই রেখেছিলেন হার্ড হিটিং এই ব্যাটসম্যান।
কোচ মাইক হেসন অবশ্য প্রথম দিকে বলেছিলেন শেষ ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৫ জানুয়ারি ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগে ম্যাককালামের ফেরার সম্ভাবনা নেই বলেই হেসন নিশ্চিত করেছেন।
নেলসনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পায়ের ইনজুরিতে পড়া ফাস্ট বোলার টিম সাউদিও শেষ ম্যাচে খেলছেন না। তবে প্রথম চার ম্যাচে বিশ্রামে থাকার পরে সাউদির নতুন বলের সঙ্গী ট্রেন্ট বোল্ট দলে ফিরেছেন।
টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজয়ের পরে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে লংকানরা। শনিবারের চতুর্থ ওয়ানডে ম্যাচটি ভারী বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে। বাসস।