খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে আপত্তিকর বক্তব্য ও বুদ্ধিজীবীদের জ্ঞানহীন বলে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে মঙ্গলবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকি এ আবেদন করেন। এ বিষয়ে ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে এই মামলাটি দায়ের করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ। মামলায় বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সুকৌশলে এবং ষড়যন্ত্রমূলকভাবে খালেদা জিয়া বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না। তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টির বিষয়ে বলেন, আজ বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। খালেদা জিয়ার এই বক্তব্য পরদিন দেশের সব জাতীয় দৈনিকে ফলাও করে প্রচার করা হয়। এটি দেখে বাদী অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন।