খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বিশ্ব ইজতেমার দুই পর্বে মুসল্লিদের চলাচলে সহায়তা দিতে চলাচল করবে ২৮টি বিশেষ ট্রেন। মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, এই ২৮টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল করবে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নির্বিঘেœ ফিরতে পারেন তার জন্য ওই দিন চলবে ২১টি ট্রেন।
জানা যায়, আগামী শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি।